Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ জন গ্রেফতার

SHARE

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১৯ মার্চ) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮ দশমিক ২ গ্রাম (২০০ পুরিয়া) হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ছাড়াও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক ২৭ মামলা করা হয়েছে।