টেলিভিশন নাটক কিংবা ওটিটি প্লাটফর্মে এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে।
তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে। নানা গুঞ্জন উঠলেও সেগুলো কখনও পরিষ্কার করেননি তিনি। এর আগেও একাধিকবার জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে। তবে তা দু পক্ষের কেউই স্বীকার করেননি।
সম্প্রতি মেহজাবীন অভিনীত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। এরপর থেকেই বেশ আলোচনায় আছেন তিনি। সেই আলোচনা যেন আরেকটু উসকে দিলেন নির্মাতা আদনান। ফের নেটদুনিয়া উত্তাল হয়ে উঠল একটি মন্তব্যকে ঘিরে।
কিছুদিন আগেই ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি, ‘শরীর ভালো রাখতে ‘ফ্লার্ট’ করুন অন্য কারও সঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পশ্চিমবঙ্গের একটি পত্রিকার অনলাইন সংস্করণে। পত্রিকাটির এ খবর তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। যে পোস্টের নিচে মন্তব্য করেন আদনান আল রাজীব।’
খবরের শিরোনামের দিকে দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন চৌধুরীকে ট্যাগ করে তিনি মন্তব্য করেন, ‘এ ব্যাপারে আপনার কী মতামত?’ উত্তর দিতেও দেরি করেননি মেহজাবীন। তিনি লিখেছেন, ‘মতামত সামনি-সামনি বোঝাব, দেখা করো আমার সঙ্গে’। দুই তারকার এমন মন্তব্যে মজা পেয়েছেন তাদের ভক্তরা।’
প্রসঙ্গত, মেহজাবীন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন।