Home আন্তর্জাতিক ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব

ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব

SHARE

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পরই ঐতিহাসিক এই সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এর বিবৃতি অনুসারে, রিয়াদ আমিরাতের অনুরোধে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে ইসরায়েলে চলাচলকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সৌদি আরবের কাছে অনুরোধ করেছিল আরব আমিরাত।

সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমি বহু বছর ধরে ইসরায়েলের আকাশকে পূর্ব দিকে উন্মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি।’

চলতি সপ্তাহে প্রথমবারের মতো ইসরায়েলি এবং মার্কিন প্রতিনিধিদের একটি বহর নিয়ে তেলআবিব থেকে আমিরাতে আসে ইসরায়েলি একটি বিমান। ইসরায়েলি এই বিশেষ বিমানটিও সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে দুবাইতে পৌঁছেছিল।

সূত্র : আনাদুল এজেন্সি।