গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গ্রেশকোভিচকে আটক করে রাশিয়া। এতে মস্কো ও ওয়াশিংটনের উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার (২ এপ্রিল) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে গ্রেশকোভিচভের মুক্তির আহ্বান জানান।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিটের আলোচিত সাংবাদিক ইভান গ্রেশকোভিচ (৩১) রাশিয়ায় আটক হয়। তাকে আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাৎক্ষণিকভাবে রুশ গোয়েন্দা সংস্থা (এফএসবি) দাবি করে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গ্রেশকোভিচকে আটক করা হয়। ওই সময় তিনি রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গে কাজ করছিলেন।
যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন সাংবাদিক আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে গভীর উদ্বেগের কথা জানান ব্লিঙ্কেন। তাকে অবিলম্বে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বানও জানান তিনি।
সাংবাদিক আটকের ঘটনাকে রাজনীতিকরণের অভিযোগ তুলে ব্লিঙ্কেন বলেন, এটি মেনে নেওয়া যায় না। এদিকে ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, গ্রেশকোভিচের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।
২৯ মে পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ হলে রুশ আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ২০ বছর কারাগারে কাটাতে হবে।