রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনের মানুষদের।
সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশের পাশাপাশি অনেক শিল্পীই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় পোড়া কাপড় কিনলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি।
স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন।’
সেখানে আরও লেখা হয়, ‘কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কয়েকজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি, তবে আমার দিনটাই সার্থক।’
এর আগে, এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আরও অনেক তারকা শিল্পী পোড়া কাপড় কিনেছেন। সেই তালিকায় রয়েছেন- রিয়াজ, ফেরদৌস, তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, নিপুণ আক্তার, সাবিলা নূরসহ অনেকেই। এবার তাদের তালিকায় যুক্ত হলেন পূজা চেরি।