Home জাতীয় অবাধ, সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত হবে বাংলাদেশ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অবাধ, সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত হবে বাংলাদেশ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

SHARE

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সারা বিশ্বে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার (১০ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি ।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরাল ও গভীর করতে কাজ করা অব্যাহত রাখতে চায়। অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করতে চায়।

১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও দেখভালের জন্য বাংলাদেশের মহানুভবতারও প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।