Home জাতীয় বিভিন্ন সময়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন সময়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিভিন্ন সময়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
আজ শনিবার ১৫ এপ্রিল শনিবার তার নিজ বাসভবনে সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, এসব ঘটনা নাশকতা কি না, তা খতিয়ে দেখা হবে। অগ্নিকাণ্ডে ঘটনাগুলোতে গোয়েন্দাদের গাফিলতি ছিল না। এসব ভবন ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও দেখা হবে এসব ঘটনা নাশকতা ছিল কি না।
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ড এর মধ্যে অন্যতম। সর্বশেষ আজ ঢাকার নিউমার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।