Home খেলা আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন হরভজন

আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন হরভজন

SHARE

সুরেশ রায়না, লাসিথ মালিঙ্গার পর আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন হরভজন সিং। ব্যক্তিগত কারণেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন টার্বুনেটর। খবর সংবাদ প্রতিদিন।

দীর্ঘদিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর গতবছরই চেন্নাইয়ে আসে ভাজ্জি। দুবাইয়ে দলের সঙ্গে যোগ না দেওয়ার পরই তাকে নিয়ে জল্পনা শুরু হয়। শুক্রবার সিএসকে ম্যানেজমেন্টকে ৪০ বছর বয়সি স্পিনার জানিয়ে দিলেন, তিনি এবারের আইপিএলে অংশ নেবেন না।

যদিও রায়না জানিয়েছিলেন, দুবাইয়ের করোনা পরিস্থিতি দেখে পরিবারের কথা ভেবেই দেশে ফিরেছেন তিনি। তবে হরভজন এখনও এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি।