Home বিনোদন ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

SHARE

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘ দিনের প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। এই দম্পতির আরিক নামে একটি ছেলেও রয়েছে।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন গ্যাব্রিয়েলা। এর পরপরই নেটমাধ্যমে ঝড় তোলে এই ছবি। ইন্ডাস্ট্রিতে অর্জুনের বন্ধুদের পাশাপাশি গ্যাব্রিয়েলার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।
পোস্ট করা ছবিতে গ্যাব্রিয়েলাকে একটি ফ্লোই গাউন পরা অবস্থায় দেখা যায়। সেখানেই তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই।
অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’।