Home আইন আদালত চাল আত্মসাৎ : ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

চাল আত্মসাৎ : ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

SHARE

সরকারি গুদামের চাল পরস্পর যোগসাজসে আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক সমন্বিত কার্যালয়-২ এ দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বড়ঘোপ খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মো. শাহজাহান ও ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন রেকর্ড করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এখন মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।