হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৪জন নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের বাঘাড়পাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল,আরিফুল ইসলাম অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায় সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো(ঢাকা- মেট্রো-ঘ-১১-২০১৫) নোয়াপাড়া এলাকায় পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে পাজেরো গাড়ির ২ আরোহী মারা যান। গুরুতর আহত ৩জনকে মাধবপুর উপঝেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষাণা করেন।নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।