Home খেলা বিশ্বকাপ নয়, নির্বাচকদের ভাবনায় এখন শুধুই আফগানিস্তান সিরিজ

বিশ্বকাপ নয়, নির্বাচকদের ভাবনায় এখন শুধুই আফগানিস্তান সিরিজ

SHARE

আয়ারল্যান্ড সিরিজ শেষ। এখন সামনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দুই ধাপে খেলবে আফগানরা।

আগামী ১০ জুন একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। ১৪ জুন শুরু একমাত্র টেস্ট। এরপর কোরবানির ঈদের পর চট্টগ্রামে ৫ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। তারপর সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।

আফগান সিরিজ নিয়ে নির্বাচকদের ভাবনা কী? আজ শুক্রবার ছুটির দিন ঘরে বসে তা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানালেন, বিশ্বকাপের বাকি আরও ৪ মাস। তাই তারা এখন তা নিয়ে ভাবতে নারাজ। সামনে আফগানিস্তানের সাথে সিরিজ এবং তাদের দৃষ্টি সেদিকেই।

নান্নু বলেন, ‘চারিদিকে কী কথাবার্তা হচ্ছে, তা নিয়ে তো আমরা চিন্তাভাবনা করছি না। এখনও চার মাস বাকি বিশ্বকাপের। সামনে আফগানিস্তান সিরিজ আছে সামনে। সিরিজগুলো নিয়ে আমরা ভাবছি। আফগানিস্তান সিরিজে আমরা তিন ফরম্যাটে খেলব, সেটা নিয়ে আমরা দল গোছানোর কাজ করছি।’

প্রধান নির্বাচক যোগ করেন, ‘বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছুই বলতে পারব না। কারণ, এখনও চার মাস বাকি। আমার মনে হয়, আমরাই একমাত্র টেস্ট প্লেয়িং কান্ট্রি, যাদের এখন থেকেই বিশ্বকাপ দল নিয়ে কথা হচ্ছে। প্লেয়ারদের দেখতে হবে। সামনে ব্যাক টু ব্যাক সিরিজ আছে। ফিটনেস, পারফরম্যান্স কনসার্ন করে কিন্তু দল করতে হবে। সুতরাং এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি না। আমরা আফগানিস্তান সিরিজ আছে, সেটা ধরে আগাচ্ছি।’

টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে সেরা দলটাই বাছাই করা হয়, জানিয়ে নান্নু বলেন, ‘সব ফরম্যাট নিয়ে আমাদের আলোচনা হয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়। বেস্ট পসিবল সাইড তৈরির জন্য সবার মতামত নেওয়া হয়। সুতরাং আলোচনা…চারিদিকে সবাই ক্রিকেট নিয়েই আলোচনা করে।’