Home বিনোদন এই জন্মের দূরত্ব পরের জন্মে চুকিয়ে দেব : জয়া

এই জন্মের দূরত্ব পরের জন্মে চুকিয়ে দেব : জয়া

SHARE

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অন্তর্জালে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন সোশ্যাল মিডিয়ার এই সেনসেশন।

শনিবার (২০ মে) নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?

জয়ার সেই পোস্ট ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ হাজারের বেশি রিয়্যাক্টের পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন।

অবশ্য জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ।

এদিকে গত ১২ মে প্রকাশ্যে এসেছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এতে কলকাতার কৌশিক সেনের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। আগামী ২ জুন সিনেমাটি মুক্তির দিন ঠিক করা হয়েছে।