Home আন্তর্জাতিক জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

SHARE

জাপানের ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচনে প্রার্থী রেজিষ্ট্রেশনের কাজ শুরু করেছে।
মঙ্গলবার সকালে শিনজো অ্যাবের ডান হাত বলে বিবেচিত ইউশিহাইদে সুগা, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা এবং পার্টি পলিসি প্রধান ফুমিও কিশিদার পক্ষে তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা রেজিস্টেশন করে।
মঙ্গলবার দিনের শেষে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাষণ দেবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হবে। পার্লামেন্টে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় চূড়ান্ত প্রার্থীই নিশ্চিতভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর পার্লামেন্টের ভোট অনুষ্ঠিত হবে। আগস্টের শেষ দিকে আধুনিক জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারিরীক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন নেতা জনসমর্থনের জন্যে আগাম নির্বাচন দিতে পারেন বলেও জল্পনা কল্পনা চলছে।