Home জাতীয় ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

SHARE

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে চার দিন করার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে চাপ কমবে।
এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি হবে।
মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটির ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিয়েছিল সরকার। একদিন নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে লম্বা একটি ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।