শ্রীমঙ্গলে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীকে বাই-সাইকেল প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শ্রীমঙ্গলে অবস্হিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনু্ষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব বাই-সাইকেল বিতরন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারি কমিশনার ( ভুমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।