Home জাতীয় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৫১

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৫১

SHARE
বজ্রপাত

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫১ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ১১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪০ হাজার ৯৬৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১৫১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।