Home জাতীয় কোনো নির্ধারিত হাটে পশু নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো নির্ধারিত হাটে পশু নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

পশু কোনো নির্ধারিত হাটে নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে ৪ হাজার ৯০টি পশুর হাট বসবে। সব হাটে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার বসবে। সারাদেশের সড়কে-মহাসড়কে হাট বসা নিষেধ থাকবে। হাসিলের পরিমাণ সাইন বোর্ডে লেখা থাকতে হবে।
ঈদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেয়া হবে।
তিনি বলেন, পশুবাহী যানবাহনকে সড়কে থামানো যাবে না। থামালে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, মিয়ানমার থেকে চোরাই পথে কুরবানি পশু আসছে। বিজিবি সতর্ক আছে তার পরও কিছু আসছে।
তিনি আরও বলেন, জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য গার্মেন্টস মালিকরা সম্মত হয়েছে। কোনো অবস্থায় যাতে অসন্তোষ না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।