Home খেলা নেপালকে হারিয়ে ভারত, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে কুয়েত

নেপালকে হারিয়ে ভারত, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে কুয়েত

SHARE

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছে জয়ের ধারাবাহিকতা। নেপালকে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে কুয়েতও পা রেখেছে সেমিতে।
ঘরের মাঠে নেপালকে ২-০ গোলে হারায় ভারত। গোল দুটি করেছেন সুনীল ছেত্রী ও নাওরেম মাহেশ সিং। অপর ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশটির হয়ে জোড়া গোল করেছেন মোবারক আল ফানেনি। অন্য দুটি করেছেন হাসান আল এনেজি ও ঈদ আল রাশিদি।
প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল কুয়েত। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কুয়েত। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। অন্যদিকে দুই ম্যাচে দুই হারে তিনে ও চারে যথাক্রমে নেপাল ও পাকিস্তান।
২৭ জুলাই গ্রুপ ‘এ’ সেরার লড়াইয়ে মুখোমুথি হবে কুয়েত ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি। এর আগে বিকেল চারটায় নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।