Home খেলা ১৭ বছর বয়সী রিচার্ডসকে দলে ভেড়াল চেলসি

১৭ বছর বয়সী রিচার্ডসকে দলে ভেড়াল চেলসি

SHARE

জ্যামাইকান জাতীয় দলের স্ট্রাইকার ডুজুয়ান রিচার্ডসকে দলে নিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগ ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
১৭ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে কিংস্টোনের ফিনিক্স অল স্টার্স একাডেমিতে রয়েছেন। মার্চে জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। এ মাসে কাতারের বিপরীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মাধ্যমে তিনি জাতীয় দলের জার্সি গায়ে তৃতীয় ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন।
কলেজ পর্যায়ে কিংস্টোন কলেজের হয়ে রিচার্ডস ৩১ গোল করা ছাড়ায় ৯টি এ্যাসিস্ট করেছেন। কনকাকাফ গোল্ড কাপে জ্যামাইকান দলে তিনি ডাক পেয়েছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ-এ’র প্রথম ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে জ্যামাইকান দলে ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।