Home খেলা ৪০ লাখ টাকা বোনাস পাচ্ছেন টাইগ্রেসরা

৪০ লাখ টাকা বোনাস পাচ্ছেন টাইগ্রেসরা

SHARE

বাংলাদেশ নারী দলকে ৪০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত টাইগ্রেসদের সঙ্গে জড়িত ২৫ জন সদস্য এই আর্থিক পুরস্কার পেতে যাচ্ছেন। এর মধ্যে ১৭ নারী ক্রিকেটারের সঙ্গে তৎকালীন নির্বাচকসহ টিম ম্যানেজম্যান্টের ৭ জন সদস্য আছেন।

বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

মূলত ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই তাদের এই আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গত বছর বিশ্বকাপসহ ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্য বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছে তারা। উত্তেজনায় পরিপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল জ্যোতিরা।

সীমিত ওভারের ফরম্যাটে ধারাবাহিক সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে টাইগ্রেসরা। এর মধ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে রোমাঞ্চে টইটুম্বুর এক ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জ্যোতির দল। এ ছাড়া ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে সেমিফাইনাল খেলেছিল তারা।