Home খেলা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ, ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ, ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

SHARE

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সূচি অনুযায়ী, বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর শুরু হবে। যা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ছাড়া মুম্বাই ও কলকাতায় সেমিফাইনাল দুটি হবে ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর।
তবে বিশ্বমঞ্চের লড়াইয়ের তৃতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ। এদিন (৭ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল বাকি নয় প্রতিপক্ষের মুখোমুখি হবে। নক-আউট ছাড়া সব দলই ৯টি করে ম্যাচ খেলবে।

এদিকে বহুল প্রত্যাশিত ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে। তবে এই ভেন্যু নিয়ে বরাবরই আপত্তির কথা জানিয়েছে দ্য গ্রিন ম্যানরা। তবে বেশি মুনাফার আশায় হাই-ভোল্টেজ ম্যাচটি সেখানেই রেখেছে আয়োজকরা।