Home জাতীয় আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় : আইনমন্ত্রী

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় : আইনমন্ত্রী

SHARE

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিবের অভ্যাস উদ্ভট উদ্ভট কথা বলা। বিএনপি ও তাদের হোতারা নির্বাচন নিয়ে তামাশা করে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয়।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।