Home আন্তর্জাতিক ঈদ শুভেচ্ছায় মুসলিম যোদ্ধাদের সাহসিকতা নিয়ে যা বললেন পুতিন

ঈদ শুভেচ্ছায় মুসলিম যোদ্ধাদের সাহসিকতা নিয়ে যা বললেন পুতিন

SHARE

ঈদুল আজহা উপলক্ষে রাশিয়ায় বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব উপলক্ষে বুধবার (২৮ জুন) ক্রেমলিনের দেয়া বার্তায় বলা হয়েছে তিনি ইউক্রেন যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে তার দেয়া বিবৃতিতে পুতিন বলেন, ‘পূর্বসূরিদের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং দেশপ্রেমজাত ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে সাহস দেখিয়ে মুসলিম যোদ্ধারা রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মুসলিম যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের সঙ্গে দেশের স্বার্বভৌমত্ব রক্ষা বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন।’
তিনি দিনটির ধর্মীয় গুরুত্ব নিয়ে বলেন, ‘বিশেষ এই দিনটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক সত্ত্বার গুরুত্বকে প্রকাশ করে এবং মানবসেবা, মানবপ্রেম ও সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’
রাশিয়ায় কোরবানি ঈদকে স্থানীয়রা ‘কুরবান বাইরাম’ নামে ডাকেন। ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নবী ইব্রাহিম (আ.) তার নিজপুত্র ইসমাইলকে কোরবানি করতে সম্মত হয়েছিলেন। সেই দিনটিকেই বিশ্বব্যাপী ঈদুল আজহা হিসেবে পালন করা হয়। এই ঘটনার উল্লেখ বাইবেলেও ভিন্নভাবে রয়েছে।
আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা না জানা গেলেও ধারণা করা হয় প্রায় দুই কোটি মুসলিম বসবাস করে দেশটিতে। শুধু মস্কোতে প্রায় ৫ লাখ মুসলিমের বসবাস।