Home জাতীয় দেশ রক্ষার দায়িত্ব সব নাগরিকের : পররাষ্ট্রমন্ত্রী

দেশ রক্ষার দায়িত্ব সব নাগরিকের : পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, সব নাগরিকের।

বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নাগরিক যেন অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের এ উন্নয়নটা ব্যাহত হতে পারে। আমি সবাইকে আহ্বান করব, আপনারা চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে। কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনও বিপথগামী হবে না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।