Home আন্তর্জাতিক সৌদি আরবে মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে নিহত ২

সৌদি আরবে মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে নিহত ২

SHARE

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন নেপালি নিরাপত্তারক্ষী আর অপরজন প্রথমে গুলি চালানো বন্দুকধারী।

গোলাগুলির ঘটনাটি বুধবার নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কর্মকর্তারা। এ গোলাগুলির ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র বলেন, ‘জেদ্দা প্রশাসনিক অঞ্চলে আমেরিকান কনস্যুলেট ভবনের সামনে গাড়ি নিয়ে এসে থামেন এক ব্যক্তি। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে আসেন তিনি।’

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘তাঁকে মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নিরাপত্তা কর্তৃপক্ষ। একপর্যায়ে গোলাগুলিতে তিনি নিহত হন।’

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন। তিনি কনস্যুলেটের বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’

ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলার ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখছে সৌদি কর্তৃপক্ষ। মার্কিন দূতাবাস ও কনস্যুলেট তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এর আগে ২০১৬ সালেও জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সময় কনস্যুলেটের সড়কের অপর পাশে একটি হাসপাতালের গাড়ি পার্কিংয়ের জায়গায় আত্মঘাতী হামলাকারীকে চ্যালেঞ্জ করলে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে আরও দুজন আহত হন।