Home খেলা সাকিবের কাছ থেকে প্রথম ঈদ সালামি পেলেন হৃদয়

সাকিবের কাছ থেকে প্রথম ঈদ সালামি পেলেন হৃদয়

SHARE

দেশজুড়ে দুদিন আগেই পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দুই দিন পার হলেও রয়ে গেছে তার আমেজ। নিজের আপনজনদের সঙ্গে ঈদ পালন করতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছিলেন নিজের এলাকাতে। ঈদ পালন শেষে আফগানিস্তান সিরিজের উদ্দেশ্যে আবারও একত্রে হয়েছেন ক্রিকেটাররা।
আফগানদের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ শনিবার (১ জুলাই) চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের ভেতর দেখা গেছে ঈদের আমেজ। সেখানেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে ঈদের সালামি পেয়েছেন টাইগারদের তরুন তুর্কি তাওহীদ হৃদয়।
নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সাকিবের থেকে ১ হাজার টাকা ঈদ সালামি পাওয়ার একটি ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ভাইয়ের থেকে প্রথম ঈদ সালামি পেলাম।
আগামী ৫ জুলাই থেকে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবে টাইগাররা।