খল চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইসরায়েলি বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী গাল গ্যাদত। ‘স্নো হোয়াইট’ ছবিতে শয়তান রানি চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছেন এই অভিনেত্রী। ধ্রুপদী অ্যানিমেটেড ছবি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডর্ফস’-এর লাইভ অ্যাকশন ছবি আনছে ডিজনি। সেখানেই খল চরিত্রে অভিনয় করেছেন গ্যাদত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তার।
হংকং ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে গাল গ্যাদত বলেন, ‘আমি মনে করি, শয়তান রানি চরিত্রে অভিনয় ছিল খুবই মজার। যেহেতু এটা রূপকথার গল্প, তাই অভিনয় করতে বেশ আনন্দ পেয়েছি। এটা ডিজনির প্রথম খল চরিত্র। যেহেতু ছবিটি একটা মিউজিক্যাল, তাই আমার অভিনয় ছিল খুবই নাটকীয়।’
শুধু তাই নয়, চরিত্রের জন্য গাল গ্যাদত তার কণ্ঠেও সামান্য পরিবর্তন আনেন। ছবিটি রুপালি পর্দায় দেখার তর সইছে না এই অভিনেত্রীর।
তিনি বলেন, ‘আমি বেশ উপভোগ করেছি। আমার কণ্ঠস্বর পাল্টে ফেলেছি। আরও নানা ব্যতিক্রমী জিনিস করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এটা ছিল একেবারেই মজাদার একটা ব্যাপার। আমার ছবিটি দেখার আর অপেক্ষা সইছে না। কেমন হলো ব্যাপারটা, তা দেখার আর তর সইছে না।’