Home আন্তর্জাতিক পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

SHARE

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ফিলাডেলফিয়া শহরে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে সন্দেভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একাধিক মানুষ বন্দুক হামলায় হতাহত হয়েছেন।’ এছাড়া বিস্তারিত আর কোনো তথ্য তিনি জানাননি।
এমনকি সন্দেভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ।