Home জাতীয় শরীয়তপুরের নতুন ডিসি আরিফুজ্জামান

শরীয়তপুরের নতুন ডিসি আরিফুজ্জামান

SHARE

শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আরিফুজ্জামান।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, আরিফুজ্জামান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সেতু বিভাগের উপপরিচালক (অ্যাডমিন) ছিলেন।