Home আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কঠোর পরিণাম : হুঁশিয়ারি ইমরানের

দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কঠোর পরিণাম : হুঁশিয়ারি ইমরানের

SHARE

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান ৯ মে সেনানিবাসে হামলার ঘটনা তদন্তে গঠিত যৌথ অনুসন্ধান টিমের (জেআইটি) সামনে উপস্থিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর পরিণাম হবে। জেআইটির একটি ঘনিষ্ঠ সূত্র শনিবার এ তথ্য প্রকাশ করেছে।
ইমরান খান শুক্রবার অনুসন্ধান টিমের সামনে হাজির হয়েছিলেন। একজন ডিআইজি, এসএসপি ও চারজন এসপিকে নিয়ে গঠিত ছয় সদস্যের জেআইটি টিম ৯ মে তার গ্রেফতার হওয়ার সময় কোর কমান্ডার হাউজ (জিন্নাহ হাউজ) এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলায় তার ভূমিকা জানতে চায়।
জেআইটি সদস্যরা ইমরান খানকে বলেন যে ‌’আমরা আপনাকে কেবল পেশাগত প্রশ্ন করব।’
৯ মের ঘটনা পরিকল্পিত না কাকতালীয়- জানতে চাইলে ইমরান খান বলেন, এটি ছিল তার ও তার দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
তিনি বলেন, ‘এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্যত্র করার পরিকল্পনা ছিল।’
পিটিআই সমর্থকেরা কেন ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ করল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকজন সেখানে যেতে বাধ্য ছিল। কারণ আমাকে একজন কমান্ডার গ্রেফতার করেছিল।’
তিনি লোকজনকে উস্কানি দিয়েছিলেন বলে জেআইটির অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান বলেন, লোকজন সেখানে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে।
তিনি বলেন, ‘ওই দিন যাকিছু ঘটেছিল, সবই ছিল ষড়যন্ত্র।