Home জাতীয় বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

SHARE

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য দলগত উদ্যোগ ও তদারকি জোরদার করতে হবে।

রোববার (১৬ জুলাই) বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আরএডিপি শতভাগ বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে বেশ ভালো। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। গ্রাহকদের সঙ্গে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে হবে। এ জন্য পরিকল্পনা মাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন। মনে রাখতে হবে গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৭১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৩১৯ দশমিক ৭২ কোটি টাকা। আর্থিক ব্যয় ২৮ হাজার ৪০০ দশমিক ৩০ কোটি টাকা। আর্থিক অগ্রগতির হার ১০০ দশমিক ২৮ শতাংশ। সিলিং অনুযায়ী অগ্রগতি ১০১ দশমিক ৫৮ শতাংশ। ভৌত অগ্রগতি ১০০ শতাংশ। এর আগে ২০২১-২২ অর্থবছরেও আর্থিক অগ্রগতি ছিল ১০১ দশমিক ৯০ শতাংশ।

সভায় যুক্ত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন এবং পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন প্রমুখ।