Home জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী

SHARE

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে মন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেল ডা. কাও কিম হার্নের সহযোগিতা চেয়েছেন।
জাকার্তায় আসিয়ান সেক্রেটারি জেনারেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ড. মোমেন এসব বিষয়ে সহযোগিতা চেয়েছেন বলে মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেলের সহযোগিতা চাইলে তিনি বাংলাদেশের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
মোমেন হার্নকে বলেন, আসিয়ান ও সার্কের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যাপক অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেলে বাংলাদেশ এ দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।