Home বিনোদন দুঃসময়ে শাহরুখ-দীপিকা আমাকে সাহায্য করেছে: হানি সিং

দুঃসময়ে শাহরুখ-দীপিকা আমাকে সাহায্য করেছে: হানি সিং

SHARE

ডিপ্রেশন বা অবসাদ দিনে দিনে বেড়েই চলেছে। মানুষ যত উন্নত হচ্ছে, কাজের চাপও বাড়ছে। আর সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে ডিপ্রেশন। বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিংও অবসাদের শিকার হয়েছিলেন।

খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ করে নিজেকে আড়ালে নিয়ে যান এই গায়ক। পরে নিজেই জানান, মানসিক অবসাদে ভুগছিলেন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। সেই দুঃসময়ে অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাশে পেয়েছিলেন তিনি।

হানি সিং বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করত, আড়াই বছর ধরে আমি কোথায় আছি। আমার মনে হয়েছিল, এ প্রসঙ্গে মুখ খোলা উচিত। আমি খারাপ অবস্থায় ছিলাম এবং সুস্থ হয়েছি। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে সাহায্য করেছে। শাহরুখ খান ও দীপিকা আমাকে সাহায্য করেছে। যেহেতু দীপিকা একই রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তিনি আমার পরিবারকে একজন চিকিৎসকের নম্বর দিয়েছিলেন। তারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমি সুস্থ হয়ে গেছি।

তিনি আরো বলেন, এটি ভয়ংকর একটি সময় ছিল। আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। অ্যালকোহলিক হয়ে পড়েছিলাম। আমি ঘুমাতাম না, এজন্য নানা রোগ দেখা দিয়েছিল। আমি অসুস্থ সেটি বুঝতেই ৩-৪ মাস লেগেছে। এটি ভয়ানক একটি সময় এবং সবাইকে অনুরোধ করব এটি লুকাবেন না।