Home বিনোদন কলকাতার সিনেমায় পরীমণি

কলকাতার সিনেমায় পরীমণি

SHARE

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। দীর্ঘদিনের বিরতির পর সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরছেন তিনি।
এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, শীঘ্রই কলকাতার এক সিনেমায় কাজ করবেন তিনি।
পরী বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে আসবে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।’
বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই ব্যস্ত পরীমণি। আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরীর ছেলের। এরই মধ্যে রাজ্যর জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন দিনটিকে ঘিরে।
রাজ্যর জন্মদিন কাটিয়েই কলকাতায় উড়াল দিবেন পরীমণি। সেখানে গিয়েই হয়তো নতুন সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরে সর্বশেষ মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘‌মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।