Home খেলা টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ভারতের হার, এগিয়ে গেল ও.ইন্ডিজ

টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ভারতের হার, এগিয়ে গেল ও.ইন্ডিজ

SHARE

টেস্ট ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হোঁচট খেলো ভারত। সফরকারীদের ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের মাঝারি মানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। তবে ১৪৫ রানের বেশি করতে পারেনি ভারতও।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক রভমন পাওয়েল। এছাড়া নিকোলাস পুরান ৪১ আর ব্রান্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ২৮ রান।
জাবাব দিতে নেমে শুরুতেই আউট হন ভারতীয় দুই ওপেনার ইশান কৃষাণ ও শুবমান গিল। পরে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়াদের মন্থর ব্যাটিংয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি ভারত।
ওবেদ ম্যাককয়, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার নেন দুটি করে উইকেট।
ম্যাচের সেরা নির্বাচিত হন জেসন হোল্ডার।