Home খেলা সবার আগে কোয়ার্টার ফাইনালে স্পেন

সবার আগে কোয়ার্টার ফাইনালে স্পেন

SHARE

নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে স্পেনের কাছে পাত্তাই পেল না সুইজারল্যান্ড। সুইসদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা স্প্যানিয়ার্ডরা লিড পায় ম্যাচের পঞ্চম মিনিটেই। আলবা রেদন্দোর পাওয়া পাস ধরে বাঁ-পায়ে লক্ষ্যভেদ করেন আইতানা বনমাতি।
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি সুইজারল্যান্ডের। ছয় মিনিট পরই স্পেনের কোদিনার সুবাদে সমতায় ফেরে সুইজারল্যান্ড। নিজেদের জালে নিজেরাই বল জড়ানোর মাধ্যমে সমতায় ফেরানো হয় সুইজারল্যান্ডকে।
এরপর সুইস মেয়েদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় স্পেন।
১৭তম মিনিটে হেডে দলকে ফের এগিয়ে দেন আলবা রেদন্দো। বিরতিতে যাওয়ার আগে স্প্যানিয়ার্ডরা দেখা পায় আরও দুই গোলের। ৩৬ ও ৪৫তম মিনিটে বনমাতির জোড়া গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে স্পেনের আধিপত্য। ৭০ মিনিটে বনমাতির বাড়ানো বল পেয়ে বাঁ-পায়ে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো। আর তাতেই ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় স্পেনের।