Home বিনোদন চোখে অস্ত্রোপচার লাগলো নুসরাত ফারিয়ার

চোখে অস্ত্রোপচার লাগলো নুসরাত ফারিয়ার

SHARE

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম।
অস্ত্রোপচারের পর নুসরাত ফারিয়া এখন সুস্থ আছেন। তার মা ফেরদৌসি বেগম এ বিষয়ে আরও জানান, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। আজ সন্ধ্যার কিছু পরেই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
ফেরদৌসী বেগম বলেন, ‘চোখের সমস্যার ফলে কিছুদিন ধরে ও (ফারিয়া) কাজ বন্ধ রেখেছে। তবে চোখের এ সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ বলে কথা। তাই দ্রুতই অস্ত্রোপচার করা হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন বেশ সুস্থ আছে। ’
তিনি আরও বলেন, ‘ফারিয়াকে আজই আমরা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। চিকিৎসক বলেছেন, আজ রাতেই বাসায় নিয়ে যাওয়া যাবে। ’

রোববার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ করা একটি প্রকাশ করেছেন। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‌‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি। ’
এদিকে এই পোস্ট দেখ তার ভক্ত-অনুরাগীরা বেশ চিন্তিত। তারা প্রিয় অভিনেত্রীর জন্য শুভ কামনা জানাচ্ছেন।