Home আন্তর্জাতিক রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে ৩ জন গ্রেপ্তার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে ৩ জন গ্রেপ্তার

SHARE

যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাশিয়ান নিরাপত্তা সংস্থার জন্য কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
বিবিসি জানিয়েছে, এই তিনজন বুলগেরিয়ান নাগরিক। ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়েছিল এবং তখন থেকে তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নথি রাখার অভিযোগ আনা হয়েছে। নথিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের নাগরিকদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য নথি।
সন্দেহভাজন তিনজনকে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অরলিন রুসেভ (৪৫), বিজার জাম্বাজভ (৪১),ক্যাট্রিন ইভানোভা (৩১)। তারা কয়েক বছর ধরেই যুক্তরাজ্যে বসবাস করে আসছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।