Home জাতীয় ঢাকা-মাওয়ায় পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল

ঢাকা-মাওয়ায় পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল

SHARE

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে এটি মাওয়া প্রান্তে পৌঁছায়।
চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্ট ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।
দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়।