Home আন্তর্জাতিক ইউক্রেনে দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

ইউক্রেনে দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

SHARE

দেশটির বিমানবাহিনী শনিবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা করতে হচ্ছে। এর মধ্যেই দেশটিতে এমন দুর্ঘটনা ঘটলো।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের সময় তারা যথাযথ নিয়ম অনুসরণ করেনি। শুক্রবার ইউক্রেনের জাইটোমির ওব্লাস্টে বিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে এর অবস্থান।

বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনাকে বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দেশটির বিমানবাহিনী।