Home খেলা মেসিকে ৩ ম্যাচে পাচ্ছে না মায়ামি

মেসিকে ৩ ম্যাচে পাচ্ছে না মায়ামি

SHARE

ইন্টার মায়ামির জার্সিতে সময়টা বেশ কাটছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। প্রায় প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসির কল্যাণে মেজর লিগ সকারে (এমএলএস) টানা ১২ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি। এমন জয়ের পর কোচ টাটা মার্টিনো শিষ্যদের মেসিকে ছাড়াই জিততে শেখার পরামর্শ দিয়েছেন।
আজ রোববার (২৭ আগস্ট) মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে মায়ামি। এমন জয়ের পর মেসিকে নিয়ে মায়ামি সমর্থকদের মন খারাপ করার মতো খবর দিয়েছেন মেসি।
বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। ঠিক কাছাকাছি সময়ে ৩১ আগস্ট ন্যাশভিলে এবং ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা কম।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাটা মার্টিনো বলেন, ‘আমরা জয়ের গুরুত্ব বুঝি এবং এভাবে জয়কে আমরা গুরুত্ব দেই। আমরা এটাতে অভ্যস্ত হতে চাই। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। ওই সময় জাতীয় দলের হয়ে খেলবেন বলে অন্তত তিনটি ম্যাচে মেসি থাকতে পারবেন না। আমরা জানি দলের এ সময় জয়ের প্রয়োজন।’
কেন আজকের ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি, এ বিষয়ে কোচ মার্টিনো বলেন, ‘ক্রুজ আজুল ম্যাচের পর এই প্রথম আমরা তাকে ছাড়া খেললাম। তাকে ছাড়া প্রথম এক ঘণ্টায় তার সতীর্থরা বেশ ভালো খেলেছে। ম্যাচের বেশির ভাগ সময় আমরা খেলার নিয়ন্ত্রণ করেছি এবং এগিয়ে ছিলাম। আমাদের এটা করতে হবে, যেন আমরা বুঝতে পারি–তাকে ছাড়াও আমরা জিততে পারি।’
সম্প্রতি লিগস কাপের শিরোপা জেতার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন মেসি। পুরো প্রতিযোগিতায় এখন পর্যন্ত নয় ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১। আর্জেন্টাইন তারকার সামনে সুযোগ এবার মায়ামিকে ইউএস ওপেন কাপের শিরোপা জয়ের স্বাদ দেওয়ার।