Home জাতীয় রাজনৈতিক কারণে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক কারণে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে রাজনৈতিক কোনো কারণে হয়রানি করা হচ্ছে না। তথ্যের ঘাটতির কারণে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা তার বিষয়ে বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ইন্দোনেশিয়ার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ব নেতাদের চিঠির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

দুনিয়ার অনেক নোবেলজয়ীর শাস্তি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা তো সরকার করেনি।
তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এখানে হয়রানিমূলক কিছুই করছে না সরকার।
ড. ইউনূসকে নিয়ে যারা চিঠিপত্র লিখছে, তারা ঠিক মতো জানেন না। এ বিষয়ে তথ্যের গ্যাপ আছে। বড় নেতাদের হয়তো কেউ বলেছে, বাংলাদেশ এ রকম নামীদামী লোককে হয়রানি করছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো তাঁরা বিবৃতি দিয়েছেন।