Home খেলা মেসিকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না মায়ামি

মেসিকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না মায়ামি

SHARE

লিওনেল মেসির হাত ধরে বদলে গেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মেসি যোগ দেয়ার পর নিয়মিত সাফল্য পাচ্ছে ক্লাবটি। ইতোমধ্যে লিগ কাপ ঘরে তুলেছে ‘দ্য হেরনস’রা। নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্ররে ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপের ফাইনালও।
মায়ামিতে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নামেন মেসি। ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে দুঃসংবাদ হচ্ছে মেসিকে ছাড়া মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মায়ামিকে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএফ)। স্কোয়াডে রয়েছেন মেসিও। আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ইকুয়েডর মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।
আগামী ১০ সেপ্টেম্বর ভোরে মেজর লিগ সকারের ম্যাচে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। জাতীয় দলের ব্যস্ততার কারণে কেসির বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচ দেখা যাবে না মেসিকে।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ ৩ সেপ্টেম্বর। প্রতিপক্ষ শক্তিশালী লস অ্যাঞ্জেলস এফসি। এই ম্যাচ খেলেই আর্জেন্টিনার উদ্দেশ্য উড়াল দিবেন মেসি। বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মেসিকে ছাড়া বেশ কঠিন পথই পাড়ি দিতে হবে মায়ামিকে। কেননা, এমএলএসে সামনের সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ মায়ামির জন্য। বর্তমানে পয়েন্ট টেবিলে ১৫ দলের মধ্যে ১৪ নম্বর অবস্থানে আছে মায়ামি। প্লে-অফ খেলতে হলে তাদেরকে সেরা ৯ দলের মধ্যে থাকতে হবে।

বর্তমান পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে শিকাগো। মায়ামি থেকে ১০ পয়েন্ট এগিয়ে আছে দলটি। এখনো ডেভিড বেকহামের দলের সামনে ১০ ম্যাচ বাকি আছে। সবগুলো ম্যাচে জয় পেলেই কেবল সমীকরণ বদলের সম্ভাবনা আছে।