Home বিনোদন অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো ‘জাওয়ান’

অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো ‘জাওয়ান’

SHARE

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছবি ‘জাওয়ান’। গত শুক্রবার থেকে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম বুকিং। এখন পর্যন্ত প্রথম দিনের শোয়ের জন্যই বিক্রি হয়েছে ৫ লাখ টিকিট।
বছরের প্রথমে ‘পাঠান’-এর মুক্তি ও সাফল্যের পর থেকেই ‘জাওয়ান’ নিয়ে শুরু হয়ে গিয়েছিল উন্মাদনা। গত কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ৩১ আগস্ট মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ছবির ট্রেলার। গত ১০ জুলাই ছবির প্রিভিউ দেখেই সাড়া পড়ে গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। অবশেষে শুরু হয়েছে ‘জাওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে অগ্রিম বুকিং শুরু হওয়ায় দর্শক ও অনুরাগীদের তরফে সাড়া পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্মাতারা। সেই প্রত্যাশার গণ্ডি পেরিয়ে অগ্রিম বুকিংয়েই নজির গড়েছে শাহরুখের ছবি।

‘পাঠান’-এর রাস্তায় হেঁটে ‘জাওয়ান’-এর আগেও ছবির প্রচারের জন্য ‘আস্ক এসআরকে’ ছাড়া অন্য কোনো বিপণন কৌশলের ধারে-কাছে ঘেঁষেননি নির্মাতারা। কয়েক দিন অন্তর অন্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্ক এসআরকে’ সেশনে থাকেন শাহরুখ। ওই সময়ে তাকে নানা রকম প্রশ্ন করেন অনুরাগীরা। নিজের পরিচিত ভঙ্গিতে তাদের মজাদার উত্তরও দেন শাহরুখ।
সম্প্রতি ‘আস্ক এসআরকে’ সেশনে এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেন, ‘জাওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিংয়ের কতটা সত্যি আর কতটা জল মেশানো। সেই প্রশ্ন দেখেই চটে গেলেন বাদশা। কিছুটা ধমকের সুরেই শাহরুখ লিখেছেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ার এই বস্তাপচা বাজে কথাগুলো ছড়াবেন না। সব বিষয়ে ও সবার বিষয়ে ইতিবাচক ভাবনা নিয়ে চলুন। আর তাতেই ভালো হয়।’ শাহরুখের এই উত্তরেই স্পষ্ট, ওই নেটাগরিকের প্রশ্নে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন তিনি।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। আক্ষরিক অর্থে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এটি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। এই ছবির বাজেট ৩০০ কোটি টাকা! এই ছবিতে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।