Home খেলা ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল জার্মানি

ফ্রান্সকে হারিয়ে জয়ে ফিরল জার্মানি

SHARE

বড় ম্যাচেই জেগে উঠল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হেড কোচের পদত্যাগ্যের পরেই স্বরূপে ফিরল তারা। হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে দলটি। জালের দেখা পেয়েছেন থমাস মুলার ও লেরয় সানে।
বিশ্বকাপে ভরাডুবির পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের পর নিজেদের খুঁজছিল জার্মানরা। এই ম্যাচের আগে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ায় পদত্যাগ করেন কোচ। এরপরেই যেন সাফল্য পায় দলটি। কাতার বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষেই পেলো জয়ের দেখা।

নিজ মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে গোলের দেখা পেয়ে যায় জার্মানি। মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন থমাস মুলার।
বল দখলে জার্মানিকে ছাড় দেয়নি ফরাসিরা। গোলমুখে শটেও এগিয়ে ছিল তারাই। তবে প্রথমার্ধে গোলটি আর শোধ দিতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে চলে খেলা। ফরাসিরা তো গোল শোধ দিতে পারেইনি, বরং ৮৭ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায়। তবে ম্যাচ শেষের ১ মিনিট আগে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক একটি গোল পেয়ে যায় ফ্রান্স।