Home আন্তর্জাতিক ফ্রান্সে একদিনে ১৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে ১৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত

SHARE

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৫ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আরও ১২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় ফ্রান্সে মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১ হাজার ২৪৯ জন। তিন মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও শহরে করোনার বিধিনিষেধ কঠোর করা হয়েছে। নাইস শহরে কোনো জনসমাগম ১০ জনের বেশি হবে না। বন্ধ করে দেওয়া হয়েছে পানশালা। একই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্সেই ও বোর্দোয়াতে।

দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়লেও প্যারিসে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ হয়নি। তবে পুলিশ শুক্রবার থেকে ব্যক্তিগতভাবে ১০ জনের বেশি একসঙ্গে না হতে পরামর্শ দিয়েছে।