Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরিকল্পিত হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরিকল্পিত হামলায় নিহত ৩

SHARE

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পরিকল্পিত হামলায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, স্থানীয় সময় শনিবার ১টা ৩০ মিনিটে নগরীর ওয়েস্ট এন্ডে পুলিশ একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, একটি মলের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে এক ব্যক্তি দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এদের একজন পাল্টা গুলি চালায়। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়।