Home খেলা বৃথা গেলো বাবরদের লড়াই

বৃথা গেলো বাবরদের লড়াই

SHARE

বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ার্ম আপ ম্যাচে বাবর-ইফতিখারের লড়াইয়ের পরেও বৃথা গেছে তাদের ইনিংস। অজিরা ১৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাতে দুটি প্রস্তুতি ম্যাচেই হার দেখেছে পাকিস্তান।
হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে দাঁড় করায় ৩৫১ রানের সংগ্রহ। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ৭১ বলে ৭৭ ও ক্যামেরন গ্রিনের ৪০ বলে অপরাজিত ৫০* রান ছিল উল্লেখযোগ্য। ম্যাক্সওয়েলের ইনিংসটি ছিল ৪টি চার ও ৬টি ছয়ে সাজানো। রানের গতি বাড়াতে লোয়ার অর্ডারে জশ ইংলিসের ৩০ বলে ৪৮ রান দারুণ ভূমিকা রাখে। ৩১ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন পাকিস্তানের উসামা মির।
জবাবে ৮৩ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছিল ইফতিখার আহমেদ ও বাবর আজমের ব্যাটিংয়ে। পঞ্চম উইকেটে ১৪৪ রান যোগ করেন তারা। এই জুটি জয়ের সম্ভাবনাও তৈরি করে। কিন্তু দলের ২২৭ রানে ইফতিখারের (৮৩) আউট এবং কিছুক্ষণ পরে বাবর আজম (৯০) রিটায়ার্ড আউট হলে জয়ের পথে থাকেনি আর। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন বাবর। ৫৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন তিনি। ইফতিখারের ৮৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার।
শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ৪২ বলে ৫০ রানের ইনিংসে ঝড় তোলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস। পরাজয় দেখলেও পাকিস্তান দুটি ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে হাই স্কোরিং স্কোরবোর্ড উপহার দিয়েছে।
অজিদের হয়ে ৭৮ রানে ৩ উইকেট নেন মার্নাস লাবুশেন। দুটি করে নিয়েছেন মিচেল মার্শ ও প্যাট কামিন্সও।