ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
এনডিআরএফ জানিয়েছে, স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো ২০-২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।